বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনাকে স্বাগতম।





বিভিন্ন দৈনিক পত্রিকায় আমাদের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নূরজাহান স্কুলঃ অত্যাধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান।
মানসম্পন্ন শিক্ষার প্রসারে আমরা দৃঢ় প্রতিঙ্গ
গুণগত মানের কথা চিন্তা না করে শুধু সংখ্যা বাড়ানোর কোন উদ্দেশ্য আমাদের কোন দিনও ছিলনা এবং ভবিষ্যতেও থাকবেনা। অত্র এলাকায় আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে ব্রত নিয়ে আমরা এই সেবামূলক কাজটি শুরু করেছিলাম, অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আমরা অদ্যাবধি আমাদের সেই নীতিতে অটল আছি এবং থাকব ইনশাআল্লাহ। এলাকার আরও কিছু বিদ্যালয় নামধারী ব্যবসা প্রতিষ্ঠানের মত শিক্ষা নিয়ে ব্যবসা করার কোন উদ্দেশ্য আমাদের নেই। বেগম নূরজাহান মেমোরিয়াল গার্লস হাই স্কুল অত্র এলাকায় শিক্ষা প্রসারে একটি অগ্রণী ভূমিকা পালন করবে এই লক্ষ্য নিয়েই আমাদের নিরন্তর এগিয়ে চলা। বর্তমানে প্রতিষ্ঠানটি সব ধরনের উন্নয়নের দিকে গুরুত্ব আরোপ করেছে এবং একজন শিশুর আত্মবিশ্বাস ও আস্থা গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছে ।
“Education is the backbone of a nation” শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোন প্রাণি সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতির পক্ষেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বীয় অস্তিত্ব নিয়ে মর্যাদাপূর্ণ আসন অর্জন করা সম্ভব না। যে জাতি যত বেশি শিক্ষিত, বিশ্বদরবারে সে জাতি তত বেশি মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত। কাজেই শিক্ষার কোন বিকল্প নেই। একটি সুশিক্ষিত জাতিই উপহার দিতে পারে একটি সুন্দর দেশ, সুন্দর ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ এর ভিত্তি হচ্ছে আমাদের শিশুরা। যখন প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে তখন সেই দেশ ও জাতি শান্তি সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে আরোহণ করবে।
মোঃ আলাউদ্দিন।
প্রধান শিক্ষক - বেগম নূরজাহান মেমোরিয়াল গার্লস হাই স্কুল।